গত কয়েকবছরে মোদী সরকার মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে। আর সেই লক্ষ্যেই সামরিক বাহিনীতে মহিলাদের অংশীদারিত্ব বেড়েছে। এবার নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে রাজপথে কুচকওয়াজ করবেন শুধুমাত্র মহিলারাই। ২৬ জানুয়ারির রাজপথ থাকতে চলেছে নারী বাহিনীর দখলেই।
২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সূত্রের খবর, ২০২৪ এ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন শুধুমাত্র মহিলারাই। কুচকাওয়াজে ব্যান্ড সহ সাধারণ দিবসের অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন শুধুমাত্র মহিলারাই। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্র ও সাংস্কৃতিক মন্ত্রককে জানানো হয়েছে। কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে বিভিন্ন বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।
এই বছরেই অর্থাৎ ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে একাধিক নজির তৈরি হয়েছিল।বিএসএফের মহিলা উট বাহিনী এই প্রথম কুচকাওয়াজে অংশ নেয়। গত বছরই প্রথম এই মহিলা উট বাহিনী তৈরি হয়েছিল রাজস্থান বর্ডারে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে রাজস্থান ছাড়াও গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র মধ্যপ্রদেশের মহিলারাও। যুদ্ধবিমানের পাইলট হয়েছেন মেয়েরা। এবার ২৬ জানুয়ারি কুচকাওয়াজে দিল্লির রাজপথে ক্ষমতা প্রদর্শন করবেন মহিলারাই।