Cyclone Mocha, KKR vs PBKS: খারাপ ফর্মের সঙ্গে রয়েছে মোচার চোখরাঙানি, ম্যাচ ভেস্তে গেলেই ছিটকে যাবে কেকেআর

চলতি আইপিএল-এর (IPL 2023) ‘ডু অর ডাই’ ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। নীতীশ রানা (Nitish Rana) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan), দুই দলের দুই অধিনায়কের কাছেই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে মরণ বাঁচন ম্যাচে নামার আগে ভাবাচ্ছে আবহাওয়া। এমনিতে ঘরের মাঠে সুবিধা নিতে পারছে না কলকাতা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে জয়ের পর  ঘরের মাঠের বাকি সব ম্যাচে হেরেছে কেকেআর (KKR)। এরমধ্যে এই ম্য়াচে মোচা নামক সাইক্লোনের (Cyclone Mocha) চোখরাঙানি রয়েছে। আবহাওয়া বিরূপ হওয়ায় কপালে চিন্তার ভাঁজ নাইট শিবিরে। একই ছবি ধাওয়ানদের ক্যাম্পেও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় বর্তমানে ভ্যাপসা গরম। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৮ মে জানা যাবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে। অর্থাৎ, ভূপৃষ্ঠে কোথায় মোচা আছড়ে পড়বে। ৮ মে নিম্নচাপের সৃষ্টি হবে। তবে মনে করা হচ্ছে মোচার ল্যান্ডফল হতে পারে আন্দামানে। বাংলা বা ওডিশায় আশঙ্কা নেই। 

কিন্তু মোচার সম্ভাব্য ল্যান্ডফল না হলেও বৃষ্টির সম্ভবনা থাকছে। পূর্বাভাস অনুযায়ী, ২০% বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতায়। তবে দুপুরের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় বৃ্ষ্টির সম্ভবনা কম। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় প্লে অফের ছাড়পত্র পেতে গেলে বাকি ম্যাচগুলোতে জেতা ছাড়া সামনে অন্য কোনও রাস্তা নেই। সোমবার যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কীভাবে প্লে অফের ছাড়পত্র পাবে নাইটরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.