বারাণসীতে শান্টিংয়ের সময় বেলাইন ট্রেনের চেয়ারকার, প্রভাবিত ট্রেন চলাচল

ট্রেনের বগি শান্টিংয়ের সময় উত্তর প্রদেশের বারাণসী জেলার ককরমত্তায় লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের চেয়ারকার| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বারাণসী-প্রয়াগরাজ শাখায় বিপর্যস্ত হয় ট্রেন চলাচল|
সোমবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ একটি ইঞ্জিনের সঙ্গে ছ’টি বগি শান্টিং করছিল, তখন ককরমত্তা থেকে ইয়ার্ডের দিকে যাওয়ার সময় চেয়ারকারের বগি লাইনচ্যুত হয়ে যায়| 
এই ঘটনার জেরে বারাণসী-প্রয়াগরাজ শাখায় ডাউনে লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়| খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা| দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর রেললাইনের উপর তোলা হয় লাইনচ্যুত চেয়ারকারের বগি| কী কারণে এই বিপত্তি, সে প্রসঙ্গে রেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.