পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুনের অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিলন ভৌমিক নামে পঞ্চায়েত সদস্যকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, একজনকে গ্রেফতার করে হবে টা কী? এর মাস্টারমাইন্ডকে গ্রেফতার করতে হবে।
আজ সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ময়নার বাকচায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হবে। কারণ, সেখানে ১২০০ উপর মামলা দায়ের হয়েছে, যা প্রমাণ করে বাকচায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তাঁর কথায়, “বাকচায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে অপারক ময়না থানা। তাই সেখানে শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। ”
তিনি আরো জানান, ময়নার স্থানীয় তৃণমূল নেতারা বার বার হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে। ভয় দেখাচ্ছে। বিজেপি নেতা বলেন, “সৌমেন মহাপাত্র, শাহজাহান, সংগ্রাম দলুইয়ের মতো নেতারা হুমকি দিয়েছে মুন্ডু কেটে সেটা নিয়ে ফুটবল খেলব।”
সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বাকচায় থাকা দুটো পুলিশ ক্যাম্প আসলে তৃণমূলের দুষ্কৃতীদের মূল আখড়া। কারণ সেখানেই কেলেঘাই নদী পার করে আসা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা লুকিয়ে থাকে, সেখানে বোমা রাখা থাকে। পুলিশের সামনেই সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা, গুলি নিয়ে ঘুরে বেড়ায়।
বিজেপির বুথ সভাপতির খুনের অভিযোগে একজনকে গ্রেফতারের ঘটনায় তিনি বলেন, “৩০-৩৫ জন ব্যক্তি নৃশংস ভাবে হত্যা করেছে। তার স্ত্রী এই সব ঘটনার প্রত্যক্ষদর্শী। মুগুর দিয়ে পিটিয়ে শেষ পর্যন্ত গুলি করে মারা হয়েছে। হিন্দি বা দক্ষিণ ভারতের সিনেমার মতো পা ধরে হেঁচরাতে হেঁচরাতে নিয়ে গেছে, যেভাবে কুকুর বিড়াল মারা গেলে নিয়ে যাওয়া হয়। একজনকে গ্রেফতার করে হবে টা কী? এই ঘটনার মাস্টারমাইন্ডকে শীঘ্রই গ্রেফতারের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।