আবারও তুষারপাত হিমাচল প্রদেশে! শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল লাহুল-স্পিতি ও কুল্লু

ফের তুষারপাত হল হিমাচল প্রদেশে! সাদা বরফের চাদরে মুড়ে গেল হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি এবং কুল্লু জেলার উচ্চ পার্বত্য অঞ্চল। সোমবার সকালে শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ে যায় লাহুল-স্পিতি এবং কুল্লু জেলার বিভিন্ন পার্বত্য অঞ্চল। তুষারপাতের জেরে এদিন সকালে যান চলাচলও বিপর্যস্ত হয়েছে। একইসঙ্গে ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে| প্রশাসন সূত্রের খবর, সোমবারের তুষারপাতের জেরে মানালি-লেহ হাইওয়েতে রানি নাল্লাহ এবং রোহতাং পাসের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। রাস্তায় বরফ জমে যাওয়ার কারণেই যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও কিলং-মানালি রুটে সমস্ত বাস চলাচল বন্ধ রাখা হয়। আচমকা তুষারপাতের দরুণ স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। লাহুল-স্পিতিতে ঠান্ডা পড়েছে নতুন করে। তুষারপাতের জেরে আপেল চাষেও ক্ষতির সম্ভাবনা প্রবল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.