ফিরে যাচ্ছে ‘বর্ষা’! প্রকৃতির নিয়ম মাফিক বর্ষার ‘ রিট্রিট’ হতে শুরু করবে আর কয়েকদিনের মাথা থেকেই। পুজোয় বৃষ্টি-দুর্যোগের প্রভাব কাটতে না কাটতেই ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, খানিক স্বস্তির কথা।
আগামী ১৩ অক্টোবর লক্ষ্মী পুজো। আর সেই সময় দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা সরে যাবে । কারণ, এবার বর্ষার বাড়ি ফেরার পালা। উৎসবের মেগা মরশুম নষ্ট করার পর ৭ অক্টোবর থেকেই উত্তর পশ্চিম ভারতে বর্ষা রেহাই দিতে শুরু করবে দেশের বিভিন্ন অংশে। এমনই দাবি আইএমডি সূত্রে।যদিও বাংলায় ৭ অক্টোবর থেকে দূর্ঘাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।
এই বছরে স্বাভাবিকের থেকে ১১০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ১৯৬১ সাল থেকে ২০১০ সালের মধ্যে এই পরিসংখ্য়ান তাক লাগানোর মতো। আর তার ফলেই দেশের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি শুরু হয়। নষ্ট হয় প্রচুর ফসল। যা আনন্দের মেজাজে বাড়িয়ে দেয় বিভিন্ন শাক সব্জির দাম।
রাজস্থানে ‘অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন’ দেখা দেওয়াতেই এবার বর্ষা ফিরে যেতে শুরু করবে। প্রথমে দক্ষিণ পশ্চিম ভারত, তারপর উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ধীরে ধীরে প্রভাব তুলে নেবে বর্ষা।