কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানমন্ত্রক বা আলিপুর আবহাওয়া দফতর এখনও কোনও সতর্কতা জারি না করলেও, একটি মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা ইনস্টিটিউট জানাচ্ছে, বঙ্গোপসারে ফের মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। আই মে-র নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে সমতলে ঘূর্ণিঝড় মোকা বা মোচা নামে আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করেছে তারা।
ওড়িশার পাশাপাশি বাংলার উপরেও এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তাতে আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ওড়িশা সরকারের তরফে। মঙ্গলবারই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে ‘মোকা’র মিল থাকতে পারে ধরে নিয়েই আগাম সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে ভুবনেশ্বরে।
ছয় মে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তা সাত মে শক্তি বাড়াবে। আট মে সকালের মধ্যে এটি নিম্নচাপ তৈরি করতে পারে বলে জানা গিয়েছে। তবে বাংলায় এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।