জাতীয় শিক্ষানীতি-২০২০ অনুযায়ী ইউজিসি ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’-এর ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতকস্তরের পরিকল্পনা আসন্ন শিক্ষাবর্ষ থেকে চালু করার প্রতিবাদে বুধবার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানীয় শাখার পক্ষে গৌতম মাইতি মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন, “এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবল আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টিতে আলোচনা হয়েছে এবং ঐক্যমত্য হয়নি। তারপর যুক্ত ফ্যাকাল্টি কাউন্সিলে আলোচনা করলেও এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টে আলোচনা করা হয়নি। এটা নিয়ম বহির্ভূত।“
গৌতমবাবুর অভিযোগ, “এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মত নেওয়া হয়নি। উপরন্তু ৩ মে পরীক্ষা পর্ষদের বৈঠক ডাকা হয়েছে ‘অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট’ চালু করার জন্য। আবুটা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানীয় শাখার প্রতিবাদে বুধবার শিক্ষকদের কর্মবিরতির ডাক দিয়েছে। ওই দিনের সভায় স্মারকলিপিও দেওয়া হবে।”