ভারত বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস থেকে উদ্ধার প্রচুর ওষুধ ও মাদক

ভারত বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রচুর ওষুধ, মাদক, কাপড় সহ আতসবাজি। যার বাজার মূল্য, প্রায় ৭০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিএসএফ। সোমবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্টেশন থেকে এগুলি উদ্ধার হয়। এগুলি ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে পাচার হচ্ছিল বলে বিএসএফ জানিয়েছে।

বিএসএফ সূত্রের খবর, এদিন কর্তব্যরত ১৪৫ ব্যাটালিয়নের আইসিপি পেট্রাপোলের জয়ানরা গোপন সূত্রে খবর পেয়েছিল যে, ভারত থেকে বাংলাদেশে যাওয়া বন্ধন এক্সপ্রেস থেকে প্রচুর পরিমাণ প্রসাধনী সামগ্রী, ওষুধ, গৃহস্থালির জিনিসপত্র, আতশবাজি, তামাক এবং কাপড় অবৈধভাবে যেতে চলেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার একটি অনুসন্ধান দল গঠন করেন। ওই ট্রেনটি কলকাতার চিৎপুর থেকে পেট্রাপোল হয়ে বাংলাদেশের খুলনায় যায়। তল্লাশি দল আইসিপি পেট্রাপোলে ট্রেন থামায়। প্রশিক্ষিত কুকুর হ্যান্ডলারদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এরপর ট্রেনের একটি বগির বাঙ্কার থেকে প্রায় ১০ বস্তা সামগ্রী উদ্ধার করে।

বিএসএফের মুখপাত্র জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি কর্তব্যরত বিএসএফ সদস্যদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন। তিনি কড়া ভাষায় বলেন, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ ঘটতে দেবেন না। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা বিভাগ এই চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.