দেবীপক্ষে অর্ধনারীশ্বরের আরাধনা করছেন বাংলার রূপান্তরকামীরা

সারা বাংলায় এখন উৎসবের মরশুম। কোথাও সাবেকি, কোথাও থিমের পুজো দেখতে রাস্তায় নেমেছে মানুষের ঢল। কোনও মণ্ডপে প্রতিমা দেখতে, আবার কোথাও আলোকসজ্জা দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের রূপান্তরকামী গোষ্ঠীরা নতুন দৃষ্টিভঙ্গিতে দুর্গাপূজা করে নজির গড়ছেন।

শিব ও পার্বতীর সমন্বয়ে তৈরি অর্ধনারীশ্বরের পূজা করছেন তাঁরা। প্রতিমার একদিক হলুদ রঙের দেবী দুর্গা, অন্যদিকে শিব। পুরুষ ও নারীর মিলিত রূপের এই পূজায় মেতেছেন রূপান্তরকামীরা। ভোগ, আরতি, ঢাক, বাদ্যিতে সেই পুজোতে মেতেছেন তাঁরা। সাজ গোজের দিকেও পিছিয়ে নেই গোষ্ঠীর সদস্যরা। কোনও অংশেই পিছিয়ে নেই রূপান্তরকামী গোষ্ঠীর এই পুজো।

এই সংগঠনেরই সদস্য রঞ্জিতা সিনহা জানান, সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা বিলোপ করেছে। কিন্তু এখনও আমরা স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত পরিষেবা পাই না ঠিক মতো। আমরা অর্ধনারীশ্বরকে পুজো করছি কারণ যাতে আমরা আমাদের অধিকারগুলি অর্জন করতে পারি। এই মূর্তি খুবই ব্যতিক্রমী, যা সচরাচর দেখা যায় না। আর এই পুজোতেই আমাদের গোষ্ঠীর সকলে এক জায়গায় মিলিত হই। আনন্দ করি।

আর এক সদস্য অনুরাধা সিনহা বলছেন, এই পুজোতেই আমরা একজায়গায় হওয়ার সময় পাই। আমরা সত্যিই আনন্দ করি এই উৎসবে। আমাদের পুজোটা ব্যতিক্রমী। আমাদের কেউ ভোগ রান্না করছে। কেউ মণ্ডপ সাজাচ্ছে। আর এই মূর্তি আমার মা বানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮-তেও দুর্গা পূজার আয়োজন করেছিল রূপান্তরকামীদের এই গোষ্ঠী। কিন্তু এবার তাঁরা একেবারে নতুন ভাবনায় দুর্গা পুজোর উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.