মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ তত্বকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর প্রশ্ন, কয়েকদিন আগে মমতা যখন নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বসেছিলেন তখন বহিরাগত তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন কি?
শুক্রবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “বিহার থেকে ‘বহিরাগত’দের নিয়ে তো মাননীয়ার দোষারোপের ক্ষান্তি নেই। এই বিষয়ে তিনি নকল করছেন অসমের অগপ-কে !
কিন্তু নীতীশ কুমার তো কলকাতা ঘুরে গেলেন! মাননীয়া ও তিনি আলোচনা করলেন, কীকরে মোদীকে গদিচ্যুত করা যায়! সেদিন এই ‘বহিরাগত’ সমস্যা নিয়ে নীতীশের কাছে নালিশ করেছিলেন তো?“
অপর একটি টুইটে তথাগতবাবু এদিন লিখেছেন, “কালিয়াগঞ্জের ঘটনাবলী নিয়ে যেরকম কালিয়া রাঁধা হচ্ছে তা দেখে একদা-বঙ্গসম্রাট জ্যোতিবাবুর একটি অমর উক্তি মনে পড়ছে: “পুলিশ হরদম মিথ্যা কথা বলে।”