রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে কালীয়াগঞ্জে পুলিশ গুলি চালায়নি, বরং প্রবল বিক্ষোভ, ইট বৃষ্টির মধ্যে ধৈর্য বজায় রাখার চেষ্টা করেছে পুলিশ। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করেছেন। কিন্তু টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, কালিয়াগঞ্জে সরাসরি মানুষের উপর গুলি চালিয়েছে পুলিশ। এই পোস্টে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন।
কালিয়াগঞ্জে পুলিশ গুলি চালিয়েছিল। সাধারণ মানুষের উপর। এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি ভিডিও পোস্ট (ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত) করে সুকান্ত মজুমদার দাবি করেছেন, কালিয়াগঞ্জে সাধারণ মানুষের ওপর লাগাতার গুলি চালিয়েছে পুলিশ। কিন্তু রাজ্য সরকারের তরফে বরাবর দাবি করা হয়েছে পুলিশ গুলি চালায়নি বরং প্রবল বিক্ষোভ ও ইট বৃষ্টির মধ্যে ধৈর্য বজায় রাখার জন্য পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার রাতের দিকে টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “বিস্মিত! কালিয়াগঞ্জের সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে পুলিশ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের সময় যখন বাংলা জ্বলছিল তখন ওই পুলিশ নিরব দর্শক হয়ে বসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে হস্তক্ষেপ এবং সাধারণ মানুষের জীবন বাঁচানোর দাবি জানাচ্ছি।”