আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় বিস্ফোরক রিপোর্ট জমা দিল হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। অজয় গুপ্তর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্রের মাথার পিছনে ভারী কিছুর আঘাত রয়েছে। কিন্তু পুলিসের ময়নাতদন্তের রিপোর্টে তার উল্লেখ নেই। হাতে শিরা কেটে দিয়ে আত্মহত্যার দিকে নজর ঘোরানোর চেষ্টা হয়ে থাকতে পারে।
আর এই রিপোর্ট পাওয়ার পরই ফাইজান আহমদের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলার নির্দেশ দিল হাইকোর্ট। একইসঙ্গে আদালতের নির্দেশ, তদন্তকারী অফিসারকে নতুন করে ময়নাতদন্ত করার জন্য দেহ কলকাতায় আনতে হবে। অজয় গুপ্তের উপস্থিতিতেই হবে দ্বিতীয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের সময় আগের ময়নাতদন্তকারী চিকিৎসকও উপস্থিত থাকবেন। কলকাতা মেডিক্যাল কলেজে হবে ময়নাতদন্ত। আর দ্বিতীয়বার ময়নাতদন্তের গোটা ব্যবস্থাপনাটা করতে হবে রাজ্যকে। রাজ্যের দায়িত্ব এই ব্যবস্থা করার। এক মাসের মধ্যে এই ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। ৩০ জুন মামলার পরবর্তী শুনানি।