কালিয়াগঞ্জে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনে ঘটনায় কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। মৃত নাবালিকার দেহ তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্রকে করে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছিলই। আজ তা ভয়ংকর আকার নিল। ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে রাজবংশী তপসিলি ও আদিবাসী সংগঠনগুলির সমম্বয় কমিটি। সেই আন্দোলেন নেমে বিক্ষোভকারীরা থানায় ঢুকে তোলপাড় করে। আগুন লাগিয়ে দেওয়া হয় থানায়। পাশাপাশি থানা চত্বরের একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিস।
মঙ্গলবার ওই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে বেধে যায়। বারবার পুলিস আন্দোলনকারীদের দিকে তেড়ে গেলেও জনতাকে ঠেকিয়ে রাখতে হিমসিম খেয়ে যায় পুলিস। ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা। বৃষ্টির মতো ইট এসে পড়তে থাকে পুলিসের উপরে। পাল্টা তেড়ে যায় পুলিসও। বিক্ষোভকারীরা থানার পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি থানা চত্বরে বেশকিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া যায়। প্রসঙ্গত, আগাবাসী সংগঠনগুলি আজ এসেছিল ওই নাবালিকার মৃত্যুর প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে। তার পরেই ঘটে য়ায় এমন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কমব্যাট ফোর্স। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও জনকাতে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিস।
মঙ্গলবার ওই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে বেধে যায়। বারবার পুলিস আন্দোলনকারীদের দিকে তেড়ে গেলেও জনতাকে ঠেকিয়ে রাখতে হিমসিম খেয়ে যায় পুলিস। ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা। বৃষ্টির মতো ইট এসে পড়তে থাকে পুলিসের উপরে। পাল্টা তেড়ে যায় পুলিসও। বিক্ষোভকারীরা থানার পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি থানা চত্বরে বেশকিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া যায়। প্রসঙ্গত, আগাবাসী সংগঠনগুলি আজ এসেছিল ওই নাবালিকার মৃত্যুর প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে। তার পরেই ঘটে য়ায় এমন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কমব্যাট ফোর্স। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও জনকাতে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিস।
ডেপুটেশন দিতে বিপুল লোকজনের সমাবেশ ঘিরে থানার কাছেই রাস্তার উপরে ব্যারিকেড খাড়া করে দেয় পুলিস। সেই ব্যারিকেডে বাধা পেতেই উত্তেজিত হয়ে পড়ে জনতা। তার পরেই থানার দিকে তেড়ে যায় বিক্ষোভকারীরা। ভেঙ গুঁড়িয়ে দেওয়া হয় থানার পাঁচিল। রাস্তার পাশের দোকান, প্যাসেঞ্জার শেড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এরপরই বিক্ষোভকারীরা তেড়ে যায় থানার কোয়ার্টারে। সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউদাউ করে জ্বলতে থাকে কোয়ার্টার। রাস্তার উপরে বিছিয়ে পড়ে থাকা ইট দেখলেই বোঝা যায় কী পরিস্থিতি হয়েছিল। মুহুর্মূহু কাঁদানে গ্যাসের সেল ফাঁটার শব্দে তোলপাড় হয়ে ওঠে এলাকা।