কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যু কান্ডে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলাজুড়ে পথ অবরোধ ও আন্দোলনে সামিল হল বিজেপি। সোমবার বিকেলে উত্তর দিনাজপুরের ইটাহারে বিক্ষোভ মিছিল করে বিজেপির নেতা কর্মীরা। স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও তাদের কঠোর শাস্তির দাবিতে এদিন ইটাহারের চৌরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। সেখানেই পথ অবরোধ করেন তারা৷ একই ছবি রায়গঞ্জেও।
এদিন কিশোরীর রহস্যমৃত্যু কান্ডের প্রতিবাদে রায়গঞ্জ শহরেও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন দলের জেলা কার্যালয়ের সামনে এমজি রোডে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ ইটাহারের পাশাপাশি হেমতাবাদ ব্লকেও একই ইস্যুতে আন্দোলনে নামে বিজেপি। হেমতাবাদের শালবাগান এলাকায় অবস্থিত দলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এলাকা পরিক্রমার পর বিডিও অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করা হয়। এখানে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা।
রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে অবস্থিত শহর মণ্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। অবিলম্বে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা৷