শান্তিপুরের ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক পদে একজন পুলিশ কর্মীর নাম থাকায় তৈরি হয়েছে বিতর্ক। শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাবনা পাড়ার বাসিন্দা সঞ্জিত সরকারের নাম শান্তিপুর ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের বেশ কয়েকজন সম্পাদকের নামের সঙ্গে রয়েছে।
যদিও বিষয়টি জানাজানি হওয়ার পর বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন, ‘তৃণমূল যুব কংগ্রেসের শান্তিপুর ব্লকের জেলা কমিটির সম্পাদক পদে সঞ্জিত সরকার নামে একজন পুলিশ কর্মীর নাম রয়েছে। পুলিশ কর্মী হয়ে তিনি কি করে রাজনীতি করতে পারেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। গণতন্ত্র যে পুলিশের মধ্যে প্রভাবিত হয়েছে, সেই বিষয়ে আমরা এর আগে অভিযোগ করতাম, কিন্তু এই ঘটনা তার সত্যতা প্রমাণ করে। আমরা প্রশাসনকে বলবো, অবিলম্বে ব্যবস্থা নিতে।
‘যদিও এই বিষয়ে শান্তিপুর ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরেশ বিশ্বাস স্বীকার করেছেন, ‘ভুল করেই নামটি সম্পাদক পদে রাখা হয়েছে। ওই নামটি সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হবে এবং জেলা কমিটিকে তা জানিয়ে দেওয়া হবে।’ যদিও বিষয়টি জানাজানি হওয়ার পর সঞ্জিত সরকারকে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা বিফল হওয়ার পর অবশেষে তার সঙ্গে যোগাযোগ করা যায়। তিনি বলেন, বিষয়টি আমার সম্পূর্ণ অজান্তে তৃণমূল কংগ্রেসের যুব কমিটিতে নাম রাখা হয়েছে আমি এসবের কিছুই জানি না।