রাজ্যে এসেছে বর্ষা। তবে এই স্বস্তি সাময়িক। বুধবার থেকে ধাপে ধাপে চড়চড় করে বাড়বে তাপমাত্রা। মে মাসের পশ্চিমাঞ্চলের জেলায় ফের তৈরি হতে পারে তাপপ্রবাহ পরিস্থিতি। নজর রাখছেন আবহবিদরা। তার আগে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গ
মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আছে। সোমবারে দমকা ঝড় হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গ
সোম ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা একটানা নয়। ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। দমকা ঝড় হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।