ফের লিভ ইন সঙ্গীর হাতে খুন তরুণী (Man Kills Live-In Partner)। ঘটনাস্থলও সেই দিল্লি (Delhi)। বিয়ের জন্য প্রেমিকা চাপ দিতেই তাঁকে শ্বাসরোধ করে খুন করে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে এল প্রেমিক।মৃতার নাম রোহিনা। ২৫ বছর বয়সি ওই তরুণী ও তাঁর প্রেমিক বিনীত ৪ বছর আগে পালিয়ে এসে উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন।
গত ১২ এপ্রিল রাত্রিবেলা পুলিশ খবর পায়, একটি বাড়ির বাইরে এক তরুণীর মৃতদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেহটিতে আঘাতের কোনও চিহ্ন না পাওয়া গেলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে।যে এলাকায় তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তাতেই দুই যুবককে বাইকে করে তরুণীর মৃতদেহ নিয়ে আসতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, এক যুবক কাঁধে করে দেহটি নিয়ে যাচ্ছে, তার পিছনে হাঁটছে আরও এক তরুণী।বাইকের নম্বর খুঁজে দেখার পর জানা যায়, অভিযুক্ত বিনীত ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে থাকে। ভিডিওতে দেখা যাওয়া যুবক তার বন্ধু, এবং তরুণী সেই বিনীতের বোন পারুল।পুলিশ জানিয়েছে, রোহিনা সম্প্রতি বিনীতকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এতেই বিরক্ত হয়ে গত ১২ এপ্রিল শ্বাসরোধ করে প্রেমিকাকে হত্যা করে বিনীত। তারপর দেহ ফেলে দিয়ে আসার জন্য ডাকে নিজের বন্ধুকে। তারপর পারুলের ওড়না দিয়ে লুকিয়ে রোহিনার দেহ বাইকে করে নিয়ে গিয়ে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসে অভিযুক্তরা।ঘটনায় গতকাল, অর্থাত্ ২০ এপ্রিল পারুলকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সেই সমস্ত কথা স্বীকার করেছে। তবে বিনীত ও তার বন্ধু এখনও পলাতক।পুলিও আরও জানিয়েছে, বিনীত ও তার বাবা দুজনেই ২০১৯ সালে উত্তর প্রদেশের বাগপতে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। গত বছরের নভেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছিল তারা।