রেললাইন পার হচ্ছিল একটি গরু। এমন সময়ই সেই লাইনে এসে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সুপার ফাস্ট ট্রেনের ধাক্কায় গরু উড়ে গিয়ে পড়ে ৩০ মিটার দূরে লাইনে প্রস্রাবরত এক ব্যক্তির উপর। ঘটনাস্থেই প্রাণ হারায় ওই ব্যক্তি। ওদিকে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় গরুটিরও। অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে।
জানা গিয়েছে, মৃতের নাম শিবদয়াল শর্মা। ভারতীয় রেলেই কর্মরত ছিলেন তিনি। ভারতীয় রেলের একজন বিদ্যুৎকর্মী হিসেবে ২৩ বছর আগে অবসর নিয়েছিলেন শিবদয়াল শর্মা। শিবদয়ালের আত্মীয়রা জানিয়েছেন, রাজস্থানের আলওয়ারের আরাবলি বিহার থানা এলাকা দিয়ে গিয়েছে রেললাইন। সকাল সাড়ে ৮টার দিকে কালী মোরি গেট থেকে ছেড়ে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসটি সেই লাইন ধরেই আসছিল। যখন তার সামনে চলে আসে একটি গরু। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু। তখনই মৃত গরুর শরীরের একটি অংশ ৩০ মিটার দূরে লাইনে প্রস্রাবরত শিবদয়াল শর্মার উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবদয়ালের। ঘটনার খবর পেয়ে আসে রেলপুলিস। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।