“মহিলা মু্খ্যমন্ত্রীর রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত,” কালিয়াগঞ্জ ধর্ষণের ঘটনায় সরব সুকান্ত

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, একজন মহিলা মু্খ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে অথচ প্রশাসন নির্বিকার। তাঁর অভিযোগ, কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করার বদলে ঘটনার প্রতিবাদ জানানো গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে।

আজ এই কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই টুইটারে সরব হন সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “যেখানে আপনার রাজত্বে বাংলায় নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আপনি উত্তর প্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন ছিঃ!”

এরপর দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “ওই এলাকায় বিগত কয়েক বছরে পরপর এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে দক্ষিণ দিনাজপুরে দু’ দুটি মেয়েকে ধর্ষিত হয়ে মার্ডার হতে হয়েছে। দুর্ভাগ্যের বিষয়ে এরা প্রত্যেকে উত্তরবঙ্গের মূল জনগোষ্ঠী রাজবংশী সম্প্রদায়ের মানুষ।” অভিযোগের সুরে বালুরঘাটের সাংসদ বলেন, “আজ অবাক হলাম যখন একটি নাবালিকা মেয়ে ধর্ষিতা হয়ে কেন খুন হল তার প্রতিবাদ জানাচ্ছে গ্রামের মানুষ তখন পুলিশ অপরাধীকে গ্রেফতার না করে সেই প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যের বিষয় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও, তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও, তার উপস্থিতিতে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে।”

তাঁর দাবি, আগামী ২৫ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নাটক সম যাত্রা শুরু করতে চলেছেন। সেটা উত্তরবঙ্গ থেকে শুরু করবেন বলে ঘোষণা করেছেন। সুকান্ত মজুমদার বলেন,”অদ্ভুত ব্যাপার এটাই, উত্তরবঙ্গে উনি( অভিষেক বন্দ্যোপাধ্যায়) যাওয়ার কথা শুনতে পেয়েই তৃণমূল কংগ্রেসের অপরাধীরা উদ্বুদ্ধ হয়ে উঠেছেন এবং অপরাধ করতে শুরু করেছেন। আশঙ্কা প্রকাশ করে সুকান্ত মজুমদার বলেন, “আমি জানি না ২৫ তারিখ আসতে আসতে আর কত ঘটনা ঘটবে। আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য যা যা করবেন করুন। সাধারণ মানুষকেও সামলান। নাটক বন্ধ করে যারা এই ধরনের অপরাধ সংগঠিত করছে তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুন।”

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দাবি করে এরাজ্যের মতো শান্তি শৃঙ্খলা কোথাও নেই। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার টুইটারে প্রশ্ন তুলেছেন, “বালুরঘাটের আদিবাসী মহিলাদের পাশবিক হেনস্তার পর এবার এক রাজবংশী নাবালিকাকে গণধর্ষণ। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখনো বলবেন, বাংলার শান্তি শৃঙ্খলার কথা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.