রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সরসঙ্ঘচালক ডঃ মোহনরাও ভাগবত সোমবার একটু অনুষ্ঠানে ভাষন দেওয়ার সময় বলেন‚ যে এমন এক দিন আসবে যখন সমগ্র হিন্দু সমাজ ‘সঙ্ঘ’ হয়ে উঠবে এবং সেই দিন ম হিন্দু সমাজের মধ্যে আলাদা করে আরএসএসের প্রয়োজন হবে না। .
মধ্যপ্রদেশের বুরহানপুরে হেডগেওয়ার মেমোরিয়াল কমিটির নবনির্মিত জেলা কার্যালয় উদ্বোধনের পর এই কথা বলেন ভাগবত।
আরএসএস-এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে এবং সংঘ দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে বলেও তিনি জানান। সরসঙ্ঘচালক নিশ্চয়তা দেন যে অদূর ভবিষ্যতে আরএসএস একটি সমাজ-সদৃশ রূপ ধারণ করবে এবং সমগ্র হিন্দু সমাজ এর অংশ হয়ে উঠবে।
তিনি বলেছিলেন যে আরএসএস দ্বারা পরিচালিত কাজগুলি হিন্দু ধর্মকে রক্ষা করে এবং শান্তিপ্রিয় লোকেদের নিরাপত্তা দেয়। আর যাদের ঘৃণ্য উদ্দেশ্য রয়েছে তাদের মনে ভয় তৈরি করে।
আরএসএস প্রধান ভারতের সকল জনগণকে সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
জেলা কার্যালয় সম্পর্কে ডঃ ভাগবত বলেন যে আরএসএস সমগ্র সমাজকে নিজের বলে মনে করে এবং তাই এই নবনির্মিত অফিসটি আরএসএস এর নয় বরং হিন্দু সমাজের কেন্দ্র হয়ে উঠবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে মোহন ভাগবত মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে দুদিনের সফরে ছিলেন। যেখানে তিনি বুরহানপুরে নতুন আরএসএস অফিসের উদ্বোধন করেন।