পিসির দরবারে সব পাগলের খেলা, কেউ পাঁচিল টপকে কলকাতায় চলে যাচ্ছে, আবার কেউ গরমে কম্বল বিতরণ করছে। নদীয়ার শান্তিপুরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।
আজ শান্তিপুরে বিজেপির হ্যান্ডলুম ও উইভার সেলের নবদ্বীপ জোনের সম্মেলনে যোগ দেন সুকান্তবাবু। মুকুল রায়ের অপহরণ প্রসঙ্গ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। শুভ্রাংশু রায়ের বিধান নগর থানায় অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের অপহরণ প্রসঙ্গে জানান, বিধান নগর থানার পুলিশ দিল্লি গিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করলে জানতে পারবে মুকুল রায় বলছেন, “আমাকে কেউ কিডন্যাপ করেনি আমি নিজের ইচ্ছায় দিল্লিতে এসেছি।” তেহট্টের বিধায়ক তাপস সাহা কে সিবিআই ডাকা প্রসঙ্গে বলেন, এই ঘটনাকে আমরা স্বাগত জানাচ্ছি, তার কারণ এর আগেও এই বিধায়কের নামে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল। তখন বিধায়ক নিজের পিএ-র ঘাড়ে বন্দুক রেখে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। বেশিদিন পালিয়ে বাঁচতে পারবেন না জেলে যাওয়ার অপেক্ষা। ওখানকার বিজেপি কর্মী সমর্থকদের বলব বিধায়কের জেল যাত্রা হলে যেন অন্তত বাজি ফাটায়।
মুকুল রায়ের বিজেপিতে ফেরার সম্ভাবনা কতটা এ প্রসঙ্গে তিনি জানান, এখনো বলার মত কোন জায়গায় আসেনি। তবে, তিনি এখনো বিজেপির বিধায়ক বিজেপির টিকিটে উনি জিতেছেন, মানুষ মুকুল রায়কে দেখে ভোট দেননি। মানুষ বিজেপির চিহ্ন দেখে ভোট দিয়েছে। যদিও আমরা তার বিধায়কপদ খারিজের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।
করিমপুরের বিধায়কের কম্বল বিতরণ প্রসঙ্গে বলেন, একটা গান আছে না, বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। সেই রকম পিসির দরবারে সব পাগলের খেলা। কেউ পাঁচিল টপকে কলকাতায় চলে যাচ্ছে। কেউ গরমে কম্বল বিতরণ করছেন।