বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনত্তোর বাংলায় সর্বকালীন রেকর্ড

 বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনত্তোর বাংলায় সর্বকালীন রেকর্ড হরেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “তীব্র তাপপ্রবাহ চলছে সারা বাংলা জুড়ে। সেই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে বিদ্যুতের চাহিদা। স্বাধীনতা পরবর্তী সময় বাংলায় ১৮ই এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৯০২৪ মেগাওয়াট। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রেকর্ড চাহিদা পূরণ করে বাংলার ২ কোটি ২২ লক্ষ গ্রাহকদের সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। এখন পর্যন্ত পূর্ববর্তী রেকর্ড ছিল ২০২২ সালের ১৭ ই আগস্ট, ৭৮৩২ মেগাওয়াট।

বিদ্যুৎ উৎপাদন (ডব্লুবিপিডিসিএল), সংবহন (ডব্লুবিএসইটিসিএল) এবং বন্টন (ডব্লুবিএসইডিসিএল) এই তিনটি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে ১৮ই এপ্রিল ২০২৩ এর বিদ্যুতের এই রেকর্ড পরিমাণ চাহিদাকে মিটিয়ে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে। এছাড়াও গতকাল সিইএসসি-র সর্বোচ্চ চাহিদা ছিল ২৫২৪ মেগাওয়াট –এটাও সর্বকালীন রেকর্ড।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.