অয়ন ঘোষাল: রাজ্যের চার জেলায় বুধবার তীব্র তাপপ্রবাহের (সিভিয়ার হিট ওয়েভ) সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গ
এখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। এর সঙ্গে ৯০ শতাংশের কাছাকাছি আপেক্ষিক আর্দ্রতায় সকাল এগারোটার পর থেকে ঘরে বাইরে হাঁসফাঁস অস্বস্তি চরমে উঠবে। ২২ তারিখ থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে। একাধিক জেলায় তাপমাত্রা ৪০ এর কোঠা থেকে কিছুটা নামবে।
দক্ষিনে বৃষ্টি কবে?
দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদীয়ায় ২২ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ২২ এপ্রিল বৃষ্টি পাচ্ছে না কলকাতা। আর যারা বৃষ্টি পাচ্ছে, তাদের ভাগ্যেও যে খুব একটা স্থায়ী স্বস্তি আছে এমনটা নয়।