আজ সকাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্ৰাম জেলার জেলাশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কয়েক দফা দাবির মধ্যে মূল দাবিগুলো হলো সাঁওতালি শিক্ষার স্বার্থে আলাদা শিক্ষা বোর্ড গঠন, অবিলম্বে সাঁওতালি মাধ্যমের চুক্তি ভিত্তিক সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দিতে হবে, পশ্চিম মেদিনীপুর জেলায় সাঁওতালি মাধ্যমে ডি এল এড এবং বি এড কলেজ স্থাপন করতে হবে। এছাড়া সাঁওতালি মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিকাঠামোর দাবি নিয়ে আজকের এই ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিতে প্রায় হাজার পাঁচেক আদিবাসী মানুষ উপস্থিত ছিল। যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।