উত্তরপ্রদেশে আতিক আহমেদকে খুন করেছে দুষ্কৃতীরা। সেটা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টুইটের পাল্টা দিতে গিয়ে চুড়ান্ত কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইট করে তিনি লিখেছেন, উত্তরপ্রদেশের মাফিয়াদের খুন আপনার কাছে লজ্জার, আর এদিকে পশ্চিমবঙ্গে রোজ হিন্দুদের খুন করা হচ্ছে সেটা আপনার কাছে গর্বের। এটাকে তিনি মু্খ্যমন্ত্রীর হিপোক্রেসি বলে আক্রমণ শানিয়েছেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছিলেন, আমি এই নৈরাজ্য দেখে আঘাত পেয়েছি। উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে। এই ধরনের বেআইনি কাজের কোনো জায়গা আমাদের সাংবিধানিক গণতন্ত্রে নেই। উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার থেকে রাজনীতিক নেতা হয়ে ওঠা আতিক আহমেদের।তাকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে আসা হচ্ছিল। চারিদিকে পুলিশের ঘেরাটোপ ছিল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই আচমকা, আতিকের মাথা লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেন্ট থেকে গুলি করে দুষ্কৃতিরা। ক্যামেরায় ধরা পড়ে সে ভয়াবহ ঘটনার ছবি। ঘটনায় সিউড়ে উঠেছে গোটা দেশ। যদিও সঙ্গে সঙ্গে ধরা পড়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আতিক তার ভাই আশরাফের। গুলি চালানোর পরে পুলিশ দুষ্কৃতীদের ধরে ফেলে।
এদিকে আতিকের মৃত্যু নিয়ে বাংলাতে টুইট যুদ্ধ শুরু হয়। গোটা ঘটনায় শকট্ বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মতে এই ধরনের বেআইনি কাজের কোনো জায়গা আমাদের সাংবিধানিক গণতন্ত্রে নেই। পাল্টা টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, যদি উত্তরপ্রদেশে মাফিয়াদের খুন করা হয় তবে এটা আপনার কাছে লজ্জার। আর পশ্চিমবঙ্গের রোজ হিন্দুদের খুন করা হচ্ছে সেটা আপনার কাছে গর্বের। এতে এটাই প্রমাণ করছে কোনটা আপনার কাছে অগ্রাধিকার পায় আর কোনটা আপনার হিপোক্রেসি। দু’পক্ষে টুইট যুদ্ধে সরগরম হয়েছে বাংলার রাজনৈতিক মহল।