আজ সোমবার থেকে আরও একটু তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রায় সব জেলাতেই ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে সোমবার তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বলে জানা গিয়েছে। আগামিদিনে তাপপ্রবাহের পরিস্থিতি বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
বেলা বাড়লে লু বইবে। গত দু দিন জলীয় বাষ্প ঢুকে পড়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল। সেই প্রভাব কেটে গিয়ে সোমবার থেকে ফের শুকনো আবহাওয়া দেখা যাবে। আপাতত রক্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাঠফাটা রোদ আর গরম লু এর হাওয়া চলবে। কলকাতায় সকাল এগারোটার পর থেকে লু বইবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পার্বত্য ২-৩টি জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সোমবার। মালদা ও দুই দিনাজপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে।