অনেক সাধ করে তাঁকে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তিনি এক ও অদ্বিতীয় আন্দ্রে রাসেল (Andre Russel)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মারকুটে ব্যাটার নাইট সংসারে যোগ দেওয়ার পর থেকেই হয়ে উঠেছিলেন নয়নের মণি। ব্যাটে হোক বা বলে, প্রায় প্রতি ম্যাচে, প্রতি মরসুমে তিনি দলের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে এসেছেন। তবে গত দুই মরসুমের পর এবারও সেই একই অবস্থা। তাঁর ব্যাটে রানের খরা চলছেই। এরমধ্যে বারবার নিত্যনতুন চোটে ভুগছেন ‘দ্রে রাস’। এহেন রাসেল তাঁর চোট উপেক্ষা করে এবং টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ২৩ এপ্রিল তিনি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নামতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন।
যদিও রাসেলের পাশে দাঁড়িয়ে নাইট অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) বলেন, ” রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ও যদি ব্যাট হাতে পারফর্ম করতে না পারে, আমি নিশ্চিত ও তাহলে বল হাতে পারফর্ম করবেই। হায়দরাবাদের বিরুদ্ধে যেমনটা হল। চার ম্যাচে ওকে প্রথমবার বোলিং করতে ডাকলাম এবং বল পেয়ে শুরুতেই দুই উইকেট এনে দিল। রান করার দায়িত্ব তো রাসেলের একার নয়। ও আছে বলে ওকেই রান করতে হবে এমন কোনও মানে নেই। ওকে করতে পারলে সেটা নিঃসন্দেহে দারুণ বিষয়। সত্যি বলতে আমরা ওর দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি নিশ্চিত ও ফর্মে ফিরবে।”