Bengal Weather: নববর্ষেও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, ৪১ ডিগ্রি ছোঁবে আজই?

 চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। দক্ষিণবঙ্গের ১২ জেলায় ৪০ ছুঁল বা ছাড়িয়ে গেল পারদ শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২। বেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিন একইরকম তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় তাপপ্রবাহ শুরু। কারণ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে পারদ কাল পৌঁছল ৪১ ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আপাতত পুড়বে দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.