WATCH | Wriddhiman Saha: প্রথমে রাজি ছিলেন না হার্দিক! তাঁকে বোঝালেন ঋদ্ধি, বাংলার ছেলে চেনালেন নিজের জাতও

 মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) চলতি আইপিএলের (IPL 2023) ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স (Punjab Kings vs Gujarat Titans)। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) পঞ্জাবকে তাদের ঘরের মাঠে গিয়ে ৬ উইকেটে হারিয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত। গুজরাতের উইকেটকিপার-ব্য়াটার ঋদ্ধিমান সাহা শুধু ব্য়াট হাতেই ঝোড়ো ইনিংস (১৯ বলে ৩০) খেলেননি, উইকেটের পিছনেও দেখিয়েছেন নিজের কামাল। যা দেখে গুজরাত অধিনায়কও মেনে নিলেন বাংলার ছেলের ক্রিকেট সেন্স।

পঞ্জাবের ইনিংসের ১৩ নম্বর ওভারে ঋদ্ধি বাধ্য করান হার্দিককে ডিআরএস নেওয়ার জন্য। বাংলার ছেলে ডিআরএস না নিলে গুজরাতের জীতেশ শর্মার উইকেটটি এভাবে আসত না। ১৩ নম্বর ওভারে বল করতে এসেছিলেন মোহিত শর্মা। তাঁর তৃতীয় বলে জীতেশ খোঁচা দেন। বল এসে সোজা জমে পড়ে যায় ঋদ্ধির হাতে। তবে আম্পায়ার আউট দেননি। এমনকী বোলার মোহিতও বুঝতে পারেননি। একমাত্র ঋদ্ধিই বুঝে ছিলেন যে, এজ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে হার্দিক বলেন যে, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানানো হোক, হার্দিক প্রথমে রাজি ছিলেন না। তবে ঋদ্ধি বোঝান তাঁকে। ঋদ্ধির কথায় ডিআরএস নেন গুজরাত অধিনায়ক। টিভি আম্পায়ার জানিয়ে দেন যে, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ভুল। ঋদ্ধিই ঠিক। পাঁচে ব্যাট করতে এসে জীতেশ ২৩ বলে ২৫ করে আউট হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.