১৩ থেকে ১৭ এপ্রিলের তাপপ্রবাহের প্রথম দিনেই রাজ্যে শীর্ষে পানাগড়। সেখানে পারদ ছুঁয়েছে ৪২.২ ডিগ্রি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। সেখানে পারদ ৪১.৬ ডিগ্রি। পাশাপাশি ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলল কলকাতার আলিপুর। অন্যদিকে ৪১ ডিগ্রি পেরিয়ে গেল সল্টলেক।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আরও চার থেকে পাঁচ দিন। অস্বাভাবিক গরম এবং লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
পাশাপাশি কলকাতায়ও তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বেলা বাড়লে লু-এর মতন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। আগামি সোমবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কবার্তা জারি থাকবে বলেও জানানো হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমাঞ্চলের জেলা সহ বাকি সব জেলাতেই শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।