দলের নেতা কর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে ওসিকে কাজ করার পরামর্শ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিএমওএইচের ঘরে বসে ওসি শেখ আফরোজ হোসেনকে এমনই পরামর্শ দেন তিনি।
সাঁইথিয়া থানার ওসির ভূয়সী প্রশংসা করে বিতর্কে জড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, সিউড়ি বিধানসভার বিধায়ক তৃণমূলের বিকাশ রায় চৌধুরী। তিনি এদিন সাঁইথিয়া শহরে দিদির দূত কর্মসূচিতে গিয়েছিলেন। সেই কর্মসূচিতে বিকাশ রায় চৌধুরী ছাড়াও ছিলেন সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বাপি দত্ত, কাউন্সিলররা, বিধায়কের স্বামী দেবাশিস সাহা সহ দলের কর্মীরা। সাঁইথিয়া হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে বিকাশ রায় চৌধুরী যান বিএমওএইচের ঘরে। সেখানে ঘর ভর্তি তৃণমূল নেতারা। সেখানেই কিছুক্ষণ পর ঢোকেন বৃহস্পতিবার সাঁইথিয়া থানার দায়িত্ব নেওয়া ওসি শেখ আফরোজ হোসেন। বসেন বিধায়কের পাশে। এরপরেই থানার ওসিকে দেখিয়ে বিকাশবাবু বলেন, “ভালো অফিসার। দুবরাজপুর থানায় ছিল। ভালো কাজ করে বলে এখানে পাঠানো হয়েছে”। এর পরেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, দলীয় নেতাদের সঙ্গে ওসির পরিচয় করিয়ে দেন বিকাশবাবু। তারপরেই ওসিকে পরামর্শ দিয়ে বলেন, “এদের সঙ্গে লিয়াজো রেখে কাজ করবে”। বিকাশবাবুর এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “পুলিশ যে তৃণমূলের দলদাস তার প্রমাণ দিয়েছেন বিকাশ রায় চৌধুরী। এরপর সাঁইথিয়া থানার ওসির ঘাড়ে কটা মাথা রয়েছে যে তিনি বিরোধীদের অভিযোগ শুনবেন। তবে এভাবে আর বেশি দিন পুলিশকে দিয়ে দলের কাজ করানো যাবে না। মানুষ এর জবাব দেবেন”।