বৃহস্পতিবার চাকরি মেলায় খড়্গপুর থেকে বিভিন্ন বিভাগে ২২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের প্রায় ৭১ হাজার জনকে নিয়োগপত্র বিতরণ করেন এবং এই বিষয়ে বক্তব্য রাখেন।
কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে রোজগার মেলা একটি বিশেষ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান। তিনি আশা করেন, চাকরি মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেবে।
ভারত সরকারের অধীনে বিভিন্ন বিভাগ এবং পদে নিয়োগ পত্র বিতরণের জন্য চতুর্থ রোজগার মেলা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল খড়্গপুর বিভাগকে। বৃহস্পতিবার খড়্গপুরের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে বিভিন্ন বিভাগের প্রায় ২২০ জন নবনিযুক্ত প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন।
খড়্গপুরে আয়োজিত চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকার, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, খড়্গপুর রেলের ডিআরএম এম.এস. হাশমি।
২২০টি নতুন নিয়োগের মধ্যে ১৯৮ জন প্রার্থীকে ভারতীয় রেলওয়েতে যোগদানের চিঠি দেওয়া হয়েছিল। ভারতীয় ডাক পরিষেবার জন্য ১১ জন, ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউটের জন্য ৯ জন এবং কল্যাণী এইমস এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জন্য ১ জন করে খড়্গপুরে আয়োজিত চাকরি মেলা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন।
রেল ম্যানেজার, স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ডাক সহকারী, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ড্রাফটসম্যান, জেই/ সুপারভাইজার, সহকারী অধ্যাপকের মতো বিভিন্ন পদে তাদের নিয়োগ করা হয়েছে। রয়েছে শিক্ষক, গ্রন্থাগারিক, নার্স, প্রবেশনারি অফিসার, পিএ, এমটিএস ইত্যাদি পদও।
নতুন নিয়োগপ্রাপ্তরাও কর্মযোগী প্ররম্ভের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের সুযোগ পাবেন। বিভিন্ন সরকারি দপ্তরে সমস্ত নতুন নিয়োগকারীদের জন্য একটি অনলাইন অভিযোজন কোর্স চালু থাকছে।