সময় এগিয়ে যায়। বদলে যায় ক্লাব। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মধ্যে বদল ঘটার নাম নেই। আর তাই তাঁর সঙ্গে কোচদের লড়াইও থামতে চাইছে না। বরং বেড়েই চলেছে। তাই তো এবার এরিক টেন হ্যাগ (Erik Ten Hag), ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) পর এবার এই তালিকায় জুড়ে গেল রুডি গার্সিয়ার (Rudi Garcia) নাম। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United), পর্তুগালের (Portugal) হেড কোচ ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) সঙ্গে ‘সি আর সেভেন’-এর (CR 7) ঝামেলা লেগেছিল। এবার আল নাসেরের (Al Nassar FC) কোচের সঙ্গে সেই একই ঘটনা সামনে এল। সূত্রের খবর, সৌদি আরবের (Saudi Arabia) এই দলের কোচের স্ট্রাটেজির সঙ্গে নাকি মানিয়ে নিতে পারছেন না পর্তুগালের মহাতারকা। আর তাই রোনাল্ডোর মন রাখতে প্রায় বাধ্য হয়েই, নতুন কোচের খোঁজে আল নাসেরের কর্তারা। শোনা যাচ্ছে নতুন কোচের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ জোস মোরিনহো (Jose Mourinho)। তাঁর সঙ্গে নাকি ইতমধ্যেই কথা বলে রেখেছেন আল নাসেরের কর্তারা।
শোনা যাচ্ছে স্প্যানিশ কোচের অধীনে তেমন ভালো পারফরম্যান্স করতে পারছে না আল নাসের। এতে নাকি রোনাল্ডো ও দলের কয়েকজন ফুটবলারদের সঙ্গে কোচের ঠোকাঠুকি বেড়েছে। সূত্রের খবর, রোনাল্ডোর নেতৃত্বে কয়েক জন সিনিয়র ফুটবলর নাকি কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন! দলের খারাপ ফলের জন্য রোনাল্ডো নাকি কোচের পরিকল্পনার দিকেই আঙুল তুলেছেন।