চৈত্রেই ভাজাভাজা হচ্ছে বাংলা। গ্রীষ্ম কাটতে এখনও প্রায় দুমাস সময় রয়েছে। তার মধ্য়ে গরম এমনই নখদাঁত বের করেছে যে বেল সামান্য বাড়তেই রাস্তা থেকে ঘরে ঢুকে পড়ছেন মানুষজন। পরিস্থিতি দেখে তড়িঘড়ি বাচ্চাদের স্কুলে সকালে করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি গরমের ছুটিও এগিয়ে আনা হয়েছে। এর মধ্যেই আবাহাওয়া দফতরের পূর্বাভাস হল শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে বাংলায়।
দক্ষিণবঙ্গ
সপ্তাহান্তে পশ্চিমের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া বইবে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনী ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
সপ্তাহান্তে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সম্ভাবনা কম।