বছরের প্রথম দিন তীব্র দহনে পুড়বে গোটা রাজ্য। রেহাই পাবে না কলকাতাও। চৈত্র মাস শেষ হতে না হতেই দাপিয়ে ব্যাটিং শুরু করেছে গরম। ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মের সূচনাও খুব একটা সুখের হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, পয়লা বৈশাখের দিন কলকাতা-সহ গোটা রাজ্যে প্রবল গরম পড়বে। কলকাতায় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডিও।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় আগামী শনিবার ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তার আগে বৃহস্পতিবার এবং শুক্রবারও তাপমাত্রার পারদ ছোঁবে ৪০ ডিগ্রি। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে শুক্রবার থেকে। তাপপ্রবাহ চলবে আগামী ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত।
বুধবার একটি বিবৃতি জারি করে হাওয়া অফিস জানিয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র গরম অনুভূত হবে উত্তরেও। উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, মূলত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করছে বাংলায়। সেই কারণেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের ফলে বাংলার মানুষের দুর্ভোগ চরমে উঠতে পারে। আগেভাগেই তা নিয়ে সতর্ক করেছেন আবহবিদেরা। তাঁরা জানিয়েছেন, শিশু এবং বয়স্ক মানুষ এই গরমে বিপদে পড়তে পারেন। সমস্যা হতে পারে রোগীদেরও। গরমে সান স্ট্রোকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ছাড়া, ঘামাচি এবং তাপজনিত অন্যান্য রোগের আশঙ্কাও রয়েছে। গরমে শুকিয়ে যেতে পারে ক্ষেতের শাকসবজি। বেশি সময় ধরে রোদে না থাকা এবং বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।