চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়! শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই একটি জেলায় খুব সামান্য সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হওয়ার। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া দেবে এখানে। গরম ও শুকনো আবহাওয়া থাকবে বল জানা গিয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বএল জানানো হয়েছে। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় থেকে সাত জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
শনি এবং রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনী ভাব আসতে পারে। পাশাপাশি লু বইবার আশঙ্কাও রয়েছে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের নতুন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সম্ভাবনা কম এখানে। ক্রমশ বাড়বে তাপমাত্রা।