চলতি আইপিএলে (IPL 2023) ধুঁকছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ব্যাক-টু-ব্যাক তিন ম্যাচ হেরেছে দিল্লি। হারের হ্যাটট্রিক করে, আগামীর লড়াই আরও কঠিন করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের (David Warner) শিষ্যরা। রাজস্থান রয়্যালসের কাছে গত ম্যাচে ৫৭ রানে হেরেছে দিল্লি। ব্যাটে-বলে চূড়ান্ত ফ্লপ শো দেখে, আর চুপ করে থাকতে পারলেন না দলের মালিক পার্থ জিন্দাল (Parth Jindal)। ট্যুইট করে বিষোদগার করলেন তিনি। রবিবার পার্থ লিখলেন, ‘তিনটে খেলে তিনটেতেই হারলাম। ব্যাটিংয়ে যথেষ্ট সংকল্প নেই। ফিল্ডিংয়েও কিছু সমস্যা রয়ে গিয়েছে। তবে এই বাঞ্চটাকে আমি বিশ্বাস করি। নতুন করে দলবদ্ধ হয়ে তরতাজা ভাবে শুরু করতে হবে মঙ্গলবার থেকে। এই দলটাকে আমি বিশ্বাস করি। কাম অন দিল্লি!’ আগামী মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে দিল্লি।
এখন দেখার জিন্দালের এই ট্যুইটের পর তাঁর টিম তেড়েফুঁড়ে ওঠে কিনা! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের পরিবর্তে দলের দায়িত্ব নিয়েছেন এবার ওয়ার্নার।ওয়ার্নারের বায়োডেটা আর আইপিএল ফ্যানদের দেওয়ার কোনও প্রয়োজন নেই, যে ক’জন বিদেশি ক্রিকেটারকে ভারতীয়রা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, ওয়ার্নার তাঁদের মধ্যে অন্যতম। ক্রোড়পতি লিগের তিনি তৃতীয় সর্বোচ্চ রানশিকারি। লিগে দ্রুততম ছয় হাজার রান করার নজির তাঁর দখলেই আছে। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই ওয়ার্নার কোথাও যেন আর আগের মেজাজে নেই। ঘরের মাঠে ‘হল্লাবোল’ স্লোগান তুলে দিল্লিকে ৫৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল (৩১ বলে ৬০) ও জস বাটলারের (৫১ বলে ৭৯) ব্যাটিং ঝড়ের সামনে এমনিতেই বেসামাল হয়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের দল। এরপর বল হাতে বাইশ গজে আগুন ঝরিয়ে ছিলেন ট্রেন্ট বোল্ট, স্পিনে কামাল করেন যুজবেন্দ্র চাহাল। দুয়ে মিলে তুলে নেন ছয় উইকেট। তিন উইকেট করে পেয়েছেন বোল্ট-চাহাল। গুজরাতের বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৯৯ রান। জবাবে দিল্লি গুটিয়ে যায় ১৪২ রানে।

