এক দল জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ভেস্তে দিল সেনা। রবিবার ভোরে আলোআঁধারির সুযোগ নিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই সেনার বাধার মুখে পড়ে জঙ্গিরা। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। শেষমেশ কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালায় জঙ্গিরা।
সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে। সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের নজরে আসে কারা যেন কাঁটাতার পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাঁরা সতর্ক হয়ে যান। তার পরই জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।
বেশ কিছু ক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। সেনা সূত্রে খবর, পাল্টা জবাবের মুখে পড়ে পালিয়ে যায় জঙ্গিরা। তবে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে এলাকায় চিরুনিতল্লাশি চালানো হচ্ছে।
জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, রবিবার ভোরে সীমান্তে কয়েক জন সন্দেহভাজন নজরে পড়ে প্রহরারত জওয়ানদের। তাদের বাধা দিতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। বাকিরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।