Contai: সোশ্যাল মিডিয়ায় সরব শিল্পীরা, অবশেষে উদ্ধার বাদ্যযন্ত্র

কাঁথির বকশিশপুরে আটকে রাখা শিল্পীদের বাদ্যযন্ত্র উদ্ধার করেছে পুলিস। পাশাপাশি সেই বাদ্যযন্ত্র শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়।

কাঁথিতে শিল্পীদের বিক্ষোভ মিছিল এবং মেচেদা বাইপাসে পথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরে পুলিস বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারপর বিক্ষোভ কর্মসূচি তুলে নেয় শিল্পীরা। রাত্রি বারোটার নাগাদ কাঁথি থানার পুলিস কাঁথির বকশিশপুরের আটকে থাকা শিল্পীদের বাদ্যযন্ত্র উদ্ধার করে আনে। সেইসব বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় শিল্পীদের হাতে। কিন্তু এক লক্ষ ৬০ হাজার টাকা অর্থাৎ যে টাকায় আয়জকরা বুকিং করেছিল সেই টাকা ফেরত দিতে হয়েছে।

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের এলাকা কাঁথিতে দাপট দেখাচ্ছেন এক প্রভাবশালী! সেই ব্যক্তি গায়ের জোরে কয়েকজন বাদ্যযন্ত্র শিল্পীকে আটকে রেখেন। সেই বাদ্যযন্ত্র শিল্পীদের বাঁচাতে ফেসবুক লাইভ করেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) ও ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বাংলা গানের দুই তারকা রাজ্য পুলিসের কাছে আর্তি জানান, যাতে সেই শিল্পীদের মুক্ত করা যায়। দুই গায়িকার সেই ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.