আন্দোলনের ৭২ ঘন্টা পার। বিপর্যয় বাড়ছে দক্ষিণ পূর্ব রেল যোগাযোগে। শুক্রবার ৬৯টির পরে শনিবার এখনও পর্যন্ত ৫৫টি ট্রেন বাতিল হয়েছে। এই রাজ্য থেকে দক্ষিণ পূর্ব শাখার রেলপথে ট্রেন যোগাযোগ কার্যত মুখ থুবড়ে পরেছে। বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল। কারণ বাতিল ট্রেনের যাত্রীদের ফেরত দিতে হচ্ছে টিকিটের টাকা। আবার উল্টোদিকে যাত্রীদের ভোগান্তিরও কোনও সীমা নেই। ১২০ দিন আগে টিকিট বুক করেও এই চরম ভোগান্তিতে তারা তিতিবিরক্ত।
একটি দূরপাল্লার ট্রেন তার পূর্ণ যাত্রাপথে গড়ে সাড়ে তিন থেকে চার হাজার যাত্রী বহন করে। শুধু গত ৪৮ ঘন্টাতেই বাতিল হয়েছে ১২৪ টি ট্রেন। যদি ১২৪কে সাড়ে তিন হাজার দিয়ে গুণ করা হয় তাহলে দাঁড়ায় চার লক্ষ ৩৪ হাজার। অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলকে শুধু বিগত ৪৮ ঘন্টাতেই এই বিপুল সংখ্যক যাত্রীকে টিকিটের টাকা ফেরত দিতে হবে।