অতিবৃষ্টির কারণে বন্যার ভ্রুকুটি রাজ্যের বিভিন্ন জেলায়। তাই পুজোর সময় ছুটি বাতিল করা হল বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত সব শীর্ষ আধিকারিকদের। বুধবার সেই মর্মে নির্দেশ দিয়েছে নবান্ন। পুজো, বৃষ্টি, বন্যা সবকিছুর কথা মাথায় রেখেই বাতিল করা হল সব ছুটি। সব জেলার ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর করতে নির্দেশ মুখ্যসচিব রাজীব সিনহার (Rajib Sinha)। পুজোর সময় যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে হবে জেলা প্রশাসনকে। নির্দেশ মুখ্যসচিবের।
মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার উদয়নারায়নপুর বিস্তীর্ণ এলাকা জলের তলায়। দুর্গাপুজোর সময় আপৎকালীন পরিস্থিতিতে যাতে প্রশাসনে সাহায্য দিতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সেই কারণেই এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন (Nabanna)।
সূর্য সরকার।