হাওড়া পুলিশ ও সিপি মনোজ মালভিয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, আমি আবারও পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। রাম নবমীর মিছিলে রামভক্ত, সাধারণ হিন্দু জনগণ এবং আমাদের নেতা-কর্মীদের উপর সাম্প্রতিক হিংসা সম্বন্ধে আপনি ইতিমধ্যেই জানেন। এখনও তা অব্যাহত রয়েছে, যে সম্পর্কে আমি লিখেছি।
গতকাল সন্ধ্যায়ও হুগলি জেলার রেল স্টেশনগুলিতে ভারি পাথর ছোড়া হয়। যার জন্য ট্রেন পরিষেবা স্থগিত করা হয়। এটি বাংলার শাসক দল অর্থাৎ টিএমসি এবং এর শীর্ষ নেতৃত্বের সমর্থন ছাড়া চালানো যায় না। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল পুলিশের বর্তমান মহাপরিচালক মনোজ মালভিয়ার (আইপিএস) অধীনে পুলিশের ভূমিকা। এই পুলিশ সম্পূর্ণরূপে তার মেরুদণ্ড এবং নিরপেক্ষতা হারিয়েছে।
সাধারণ মানুষ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দুদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে সিসিটিভি ফুটেজ এবং ভিডিও থেকে অপরাধীদের সহজেই চিহ্নিত করা যায়। তার পরিবর্তে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে তাদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী অপরাধীদের এবং দেশবিরোধী শক্তিকে খুশি করছেন। শুধুমাত্র তাঁকে খুশি করার জন্য পুলিশ একাজ করছে। সামাজিক মাধ্যমে এটা প্রচারিত হচ্ছে।
আমাদের সিনিয়র নেতা এবং সংসদ সদস্যদেরও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না। অথচ, টিএমসি নেতা ও মন্ত্রীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি আমাকেও হাইওয়েতে রিষড়া থেকে ৫ কিমি দূরে আটকে দেওয়া হয়েছিল। সেখানে মাননীয় সাংসদ দিলীপ ঘোষের উপর হামলা হয়েছিল। গণতান্ত্রিক অধিকারও খর্ব করছে মালভিয়ার অধীনে পশ্চিমবঙ্গের পুলিশ। তাই আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছি। সিসিএস পরিচালনার নিয়ম এবং ডিওপিটি নির্দেশিকাগুলির কোনও লঙ্ঘন হয়েছে কিনা তা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।