ফের করোনার চোখরাঙানি শিল্পশহরে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুরে করোনা আক্রান্ত এক বৃদ্ধের। শরীরে নমুনায় মিলল কোভিড-১৯ পজেটিভ। ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে।
সুত্রে জানা গেছে, মৃত দুর্গাপুরের বাসিন্দা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবার সুত্রে জানা গেছে, গত ৩০ মার্চ রামনবমীর দিন আচমকা হৃদরোগে আক্রান্ত হন। সঙ্কটজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়। তাতে পজেটিভ আসে। সোমবার রাত্রে তাঁর মৃত্যু হয়। কোভিড নমুনা পজেটিভ আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পশহর জুড়ে। পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেখ মহম্মদ ইউনুস জানান,”হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিল। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। পরে নমুনায় কোভিড পজেটিভ পাওয়া গেছে।” তিনি আরও বলেন,” সকলকে সজাগ ও সচেতন থাকা অবশ্যই দরকার। কোভিড চিরতরে যায়নি। তাই স্বাস্থ্য বিধি সর্বদা মেনে চলা দরকার। অবশ্যই মাস্ক ব্যাবহার করা। সামাজিক দুরত্ব বজায় রাখা দরকার।”