রাম নবমীর মিছিলকে ঘিরে রাজ্যে একের পর এক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। প্রশ্নের মুখে পড়ে গেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। এই অবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করা হয়েছে বিজেপির তরফে। সুকান্ত মজুমদার হাওড়ার ঘটনা এবং রিষড়ার ঘটনা জানিয়ে দু-দুটি চিঠি দিয়েছেন অমিত শাহকে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী তিন দিনের মধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানাগেছে।
রামনবমী মিছিল ঘিরে গত কয়েকদিন আগে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুরে। সেখানে এখনো পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। তার মধ্যে রবিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির রিষড়াতেও। এরপর রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে প্রশ্ন তুলে শাহের কাছে চিঠি লিখে দ্রুত কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের দাবি জানান বঙ্গ বিজেপি নেতা। আর এরপরই রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল শাহের মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয় ঘটনার সময় পুলিশের ভূমিকা কি ছিল তাও উল্লেখ করতে বলা হয়েছে রিপোর্টে। আগাম খবর থাকা সত্ত্বেও কেন বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হলো না তাও রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে হাওড়ার অশান্তির ঘটনার পর দিনই পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ। তিনি কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথেও। রাজভবনের তরফেও পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করা হয়েছিল। এরপর এই ঘটনা নিয়ে দীর্ঘক্ষণ মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এদিকে সুকান্ত মজুমদার জানান, বাংলায় ঘটে যাওয়া একের পর এট ঘটনা নিয়ে শাহ যথেষ্ট চিন্তিত এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।