শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল। ‘নো ভোট টু মমতা’ লেখা জামা পরে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। তিনি বলেন, ‘সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়। বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে।’ ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাঁচবে না বাংলা, চন্দ্রকোণায় দাবি বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
চন্দ্রকোনার ঝাকরা এলাকায় শুভেন্দু অধিকারীর একটি সভার আয়োজন করা হয় কিন্তু গতকাল রাত থেকে জল্পনা ওঠে শেষ মুহূর্তেই পুলিশি অনুমোদন না মেলায় বাতিল করা হতে পারে সভা। গতকাল রাত থেকেই সভা বাতিল নিয়ে দফায় দফায় জল্পনা চলে জেলা জুড়ে সোশ্যাল মিডিয়া। সোমবার যত বেলা গড়িয়েছে ততই যেন হালকা হয়েছে বিজেপির সভা। পরে দেখা গেছে সভাস্থলে থাকা ব্যানার থেকে মাইক একের পর এক আয়োজন করা সমস্ত কিছু খুলে নিতে। কিন্তু ফের সোমবার দুপুরে হাইকোর্ট থেকে আবারও এক নির্দেশিকা আসে যে শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষে চন্দ্রকোনার ঝাকরা এলাকায় সভা করতে পারবেন। আর এই নির্দেশিকা আসার পরেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছান ঝাকরার কুল মাঠে। সভা মঞ্চে উঠেই নো ভোট টু মমতা স্লোগান তোলেন এবং নো ভোট টু মমতা লেখা টি শার্ট পরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।