গত ন’মাসে পুরসভার গাড়ির বিল ২২ লক্ষ ১১ হাজার টাকা। বাল্ব কেনা বাবদ খরচ হয়েছে ১৫ লক্ষ ৪ হাজার টাকা। জেরক্স আর প্রিন্টিং খাতেই চলে গিয়েছে আরও ৪ লক্ষ ১৯ হাজার টাকা। মশা মারার তেল কিনতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা। বিরোধীরা তো বটেই, পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার বাজেটে দেখে তাজ্জব তৃণমূল কাউন্সিলররাও।
গত বৃহস্পতিবার পুরসভায় বাজেট বৈঠক ছিল। সেই বৈঠক উপলক্ষে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের রিপোর্ট তৈরি করেছেন পুরসভার কর্মীরা। সেই রিপোর্ট দেখে বৈঠকে চমকে গিয়েছেন অনেকেই। কাউন্সিলরদের কারও কারও দাবি, গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার। তাতে সবটা স্পষ্ট হবে।