ওষুধ প্রস্তুতকারক সংস্থাদের আর্জি মেনে নিয়ে দেশের প্রায় ৯০০ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই দাম বাড়ছে ওই ৯০০ ওষুধের। জানা গিয়েছে, যে সমস্ত ওষুধের দাম বাড়ছে, তার ৮০-৯০ শতাংশ কাঁচামাল মূলত আসে চিন থেকে। কোভিড প্যানডেমিকের কারণে সেই সাপ্লাইয়ে ভাটা পড়েছিল। তাছাড়া, করোনা পরবর্তী পরিস্থিতিতে এই সমস্ত ওষুধ প্রস্তুতকারী কাঁচামালগুলির দামও বাড়িয়ে দিয়েছে চিন।
সূত্রের খবর, যার জেরে, গত এক বছরে ওষুধ প্রস্তুত করার ক্ষেত্রে সংস্থাগুলির খরচ বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। তাই হোলসেল প্রাইস ইনডেক্স বিচার করে কেন্দ্রীয় সরকারের কাছে ওষুধের দাম বাড়ানোর আর্জি জানায় National Pharmaceutical Pricing Authority (NPPA)। সেই আর্জিতেই সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেনকিলার্স, অ্যান্টিইনফেকটিভস, হার্ট (কার্ডিয়াক) এবং অ্যান্টিবায়টিক ওষুধেরও দাম শতকরা ১২.১২ টাকা হারে বাড়তে চলেছে ১ এপ্রিল থেকে। ১ এপ্রিল থেকেই দাম বাড়ছে প্রায় ৯০০ ওষুধের। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, আর্থারাইটিস, ক্যানসারের মতো ওষুধ।