কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গুজরাতে একটি ভুয়ো এনকাউন্টার মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ফাঁসানোর’ জন্য তাঁর উপর ‘চাপ’ সৃষ্টি করছিল। সেই সময় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি দাবি করেন সেই সময়ে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল।
শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দায়ের করা সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার কথা স্মরণ করেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয় যে বিরোধীদের অভিযোগের নরেন্দ্র মোদী সরকার তাদের আক্রমণ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির ‘অপব্যবহার’ করছে। এর জবাবে এই কথা বলেন তিনি।
শাহ সুরাতের একটি আদালতের ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়েও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে কংগ্রেস নেতাই একমাত্র রাজনীতিবিদ নন যিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং লোকসভার সদস্যপদ হারিয়েছিলেন।