দুর্গাপুজো উদ্বোধনে আজ শহরে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উদ্বোধন করবেন সল্টলেকের বিজে ব্লকের পুজো । বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবেই কি তিনি পুজো উদ্বোধন করবেন? নাকি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে? এই নিয়ে এই পুজো কমিটির অন্দরে তৈরি হয়েছিল সমস্যা । বিজেপির রাজ্য কমিটির সদস্য উমাশংকর ঘোষ দস্তিদারের পুজো হিসেবে এই পুজোর পরিচয়। অমিত শাহ (Amit Shah) বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবেই পুজো উদ্বোধন করুক, চেয়েছিলেন উমাশংকর। কিন্তু পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন অমিত শাহ পুজো উদ্বোধন করুক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। এই নিয়ে বেশ কিছুদিন টানাপোড়েনের পর অবশেষে ঠিক হয় তিনি বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই। পুজোতে আমন্ত্রিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna chakroborty)।
পুজো উদ্যোক্তাদের মধ্যে মনোমালিন্যর ব্যাপারটি স্বীকার করেছেন উমাশংকর ঘোষ দস্তিদার । তিনি বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু সেটা মিটে গেছে। ১ অক্টোবর সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি পুজো উদ্বোধন করবেন । ইতিমধ্যে কার্ড ছাপানো হয়ে গেছে ।”
কলকাতা ও শহরতলির মোট সাতটি পুজোর তালিকা পাঠানো হয়েছিল অমিত শাহর অফিসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে ঠিক করা হয় বিজে ব্লকের পুজোর সূচনা করবেন তিনি। পুজোর উদ্বোধন ছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।